-48%
অভিনন্দন আপনাকে, মা হবার আনন্দ আসলেই ব্যাতিক্রম। তবে মা হবার জার্নি খুব একটা সহজ না।
বডিতে হরমোন এর পরিবর্তন এর সাথে মানসিক এবং শারীরিক ভাবে আসে অনেক পরিবর্তন। শারীরিক এই পরিবর্তন ই অনেক সময় মানসিক পরিবর্তন তৈরি করে।
ফিজিকেল এই সমস্যার মধ্যে সব থেকে কমন সমস্যা হলো স্ট্রেচ মার্ক বা ফাটা দাগ। নতুন মেহমান কে নিজের পেটেই খানিক টা জায়গা করে দিতে পেটে তৈরী হয় স্ট্রেচ মার্ক।
শুধু পেটে না, হরমোনাল পরিবর্তন এর কারনে থাই, কোমর বাহু, সহ শরীরে অনেক জায়গাতেই স্ট্রেচ মার্ক এর প্রভাব হতে থাকে তীব্র।
এই স্ট্রেচমার্ক কে সহজে কেউ এক্সেপ্ট করতে পারে না। প্রায় ৮০% মা এই স্ট্রেচ মার্ক নিয়ে থাকেন চিন্তিত।কমতে থাকে সেলফ কনফিডেন্স।
শরীরের যে কোন ফাটা দাগের সমস্যা দুর করবে Pax Moly ব্রান্ডের Mom’s Care Stretch Mark Cream।
ক্রিমটি কি গর্ভাবতী মা এর জন্য সেইফ?
জি সেইফ। ক্রিমটি ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরী, ডার্মাটোলজি টেস্টেড এবং KFDA সার্টিফাইড। তাই ব্যাবহারে হবে না কোন সাইডইফেক্ট।
ক্রিমটি কি আমার দাগ ফাটাদাগ পুরোপুরি দুর করতে পারবে?
হ্যা পারবে, না পারবে না।
স্ট্রেচমার্কের দাগ যদি পিংক বা পারপেল হয় সেক্ষেত্রে দাগ ৯৯% দূর হবার সম্ভাবনা থাকে।
আর যদি স্ট্রেচ মার্ক যদি সাদা বর্নের হয় তাহলে স্ট্রেচ মার্ক ৬০-৮০% পর্যন্ত হালকা হবে।
Weight | .1 kg |
---|